Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যার সংিক্ষপ্ত নাম এলজিইডি। ৬৪টি জেলার প্রতিটি জেলা সদরে ১জন নির্বাহী প্রকৌশলীর নেতৃতেব ১জন সিনিয়র সহকারী প্রকৌশলী, ১জন সহকারী প্রকৌশলী(সিভিল), ১জন সহকারী প্রকৌশলী(ইজিপি), ১জন সহকারী প্রকৌশলী(যান্ত্রিক),  ১জন সমাজবিজ্ঞানী, ২জন উপ-সহকারী প্রকৌশলী, ১জন  মেকানিক্যাল ফোরম্যান, ১জন ল্যাবরেটরী টেকনিশিয়ান, ১জন স্ট্যানো কাম কম্পিউটার অপারেটর, ১জন উচ্চমান সহকারী, ১জন হিসাব রক্ষক, ১জন হিসাব সহকারী সহ মোট ৩৫ জন কর্মকর্তা/কর্মচারী জেলার সকল এলজিইডি‘র কর্মকান্ড পরিচালনা করছেন।

এছাড়াও উপজেলা পর্যায়ে ৯টি উপজেলার প্রতিটি উপজেলায় ১জন উপজেলা প্রকৌশলী, ১জন উপজেলা সহকারী প্রকৌশলী, ৩জন উপ-সহকারী প্রকৌশলী, ১জন নক্সাকার(এসএই), ১জন হিসাব রক্ষক, ১জন কমিউনিটি অর্গানাইজার, ১জন হিসাব সহকারী, ১জন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১জন কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী, ১জন সার্ভেয়ার,  ৪জন কার্য্যসহকারী সহ মোট ২১ জন কর্মকর্তা/কর্মচারী উপজেলা পরিষদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মকান্ড পরিচালনাসহ এলজিইডি‘র কর্মকান্ড পরিকল্পনা ও তদারকীতে নির্বাহী প্রকৌশলীকে সহযোগিতা করে থাকেন।